ভারতের ছায়া পড়ে দক্ষিণ এশিয়ায়,
আধিপত্যের খেলায়, সব বাধে কব্জায়।
বাংলাদেশ, পাকিস্তান, নেপাল থেকে ভুটান,
দিল্লির হুকুমে চলে সব, স্বাধীনতার নেই মান।
কাশ্মীরে আগুন জ্বলে, সীমান্তে রক্তের নদী,
ভারত বলে "আমারই সব", চলছে তা নীরবধি।
ষড়যন্ত্রের জাল পেতে, রাজ-আসনে শকুন চাহনি,
প্রতিবেশীর গলায় ফাঁস, কায়েম করে হেজিমোনি।
ইন্ডিয়ান হেজিমোনি, মিথ্যার রাজা সে,
স্বাধীনতা কেড়ে নেয়, সবাইকে করে দাসে।
ওসমান হাদি হও, জাগো প্রতিবেশী ভাই,
আধিপত্য ভাঙো, নিজ পথে চলো তাই!
তিস্তায় বাঁধ বেঁধে, বাংলাদেশের জল কাড়ে,
ফারাক্কায় আটকে রাখে, ফসল শুকিয়ে মারে।
নেপালের পাহাড়ে চড়ে, সীমান্তে ঝগড়া করে,
ভুটানকে পুতুল করে, চীনের সাথে লড়াইয়ে মরে।
রাজনীতির কাঠি নাড়ে, মায়ানমারে রোহিঙ্গা মারে,
মালদ্বীপে নজর রাখে, সমুদ্রের সীমানা নাড়ে।
স্বপ্ন তার "অখণ্ড ভারত", ভীষণ আগ্রাসী তীরে,
প্রতিবেশীর স্বাধীনতা কেড়ে, হামবড়া ভান ধরে।
ইন্ডিয়ান হেজিমোনি, মিথ্যার রাজা সে,
স্বাধীনতা কেড়ে নেয়, সবাইকে করে দাসে।
ওসমান হাদি হও, জাগো প্রতিবেশী ভাই,
আধিপত্য ভাঙো, নিজ পথে চলো তাই!
মিডিয়ায় প্রোপাগান্ডা, বলিউডের বালছাল,
নিজের গৌরব গায়, লুকিয়ে রাখে কূটচাল।
মুসলিম টার্গেট করে, নাম দেয় "টেররিস্ট",
রক্তের হলি খেলে, সাজে সুশীল কলামিস্ট।
পশ্চিমের পা চেটে, চায় চীন আটকাতে,
রাজা হতে চায় সে, সবাইকে মেরে ভাতে।
জাগো সাউথ এশিয়ান, ভাঙো এই যন্ত্র,
ইনসাফের এ লড়াইয়ে, হাদি হোক মন্ত্র।
ইন্ডিয়ান হেজিমোনি, মিথ্যার রাজা সে,
স্বাধীনতা কেড়ে নেয়, সবাইকে করে দাসে।
ওসমান হাদি হও, জাগো প্রতিবেশী ভাই,
আধিপত্য ভাঙো, নিজ পথে চলো তাই!
No comments